BDIX হোস্টিং কি, কিভাবে কাজ করে? BDIX HOSTING এর সুবিধা, অসুবিধা কি কি? - Web Hosting, Web Design, Domain Registration & VPS in Bangladesh

BDIX হোস্টিং কি, কিভাবে কাজ করে? BDIX HOSTING এর সুবিধা, অসুবিধা কি কি?

হোস্টিং সাধারণত অনেক প্রকাররের হয়ে থাকে তা আমরা জানি, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ি হোস্টিং প্যাকেজ নিয়ে থাকি। যার যে দেশের হোস্টিং প্রয়োজন হয়,অর্থাৎ আমাদের যে দেশের ভিজিটর বেশি হয় তার উপর ভিত্তি করে সেই লোকেশন এর বা ডাটা সেন্টার এর হোস্টিং নিয়ে থাকি। এতে করে আমাদের ওয়েব সাইটের অভারল স্পিড বেশি পাওয়া যায়। আর ওয়েব সাইটের স্পিড কতটা জরুরী তা আমরা সবাই কম বেশি জানি। আজ আমরা জানব BDIX হোস্টিং কি এটা কিভাবে কাজ করে এবং BDIX হোস্টিং এর সুবিধা,অসুবিধা কি কি?

 

BDIX হোস্টিং কি?

 

BDIX এর পূর্ণ রুপ হচ্ছে Bangladesh Internet Exchange। বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট (IXP), বাংলাদেশ ভিত্তিক ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং হ্রাস বা কম করার লক্ষে প্রায় ৩৫০০ এর মতো Internet Service Provider বা (ISP) মিলে BDIX প্রতিষ্ঠিত করেছে এবং এই লিস্টে নতুন নতুন (ISP) প্রভাইডার এর যোগদানের সংখা প্রতিনিয়তই বেড়েই চলেছে । যার মাধ্যমে আমরা এই নেটওয়াক এর আওতাভুক্ত ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুত ইন্টারনেট ব্রাউজিং এবং যে কোন ফাইল দ্রুত গতিতে ডাউনলোড ও আদান প্রদান করতে পারব। ।

 

 

BDIX হোস্টিং কিভাবে কাজ করে?

BDIX হোস্টিং কিভাবে কাজ করে?

BDIX হোস্টিং কিভাবে কাজ করে?

 

BDIX হোস্টিং কি ভাবে কাজ করে তা ভালো ভাবে বুঝার জন্য আমাদের জানতে হবে যে বিভিন্ন লোকেশন এর হোস্টিং কি ভাবে কাজ করে। ধরেন বাংলাদেশ থেকে আপনি কোন ওয়েব সাইটে ভিজিট বা ওয়েব সাইটের যে কোন প্রডাক্ট সার্চ দিয়েছেন এর রিজাল্ট আপনার কাছে কিভাবে দেখাবে এবং কত টাইমের মধ্যে দেখাবে। আপনার সার্চ করা ওয়েব সাইটটি যদি USA এর কোন লোকেশন এর সার্ভারে হোস্ট করা থাকে। তাহলে আপনার সার্চ করা প্রোডাক্টটি আপনার WiFi Router থেকে Fibre Optic Cable এর মাধ্যমে আপনার Local ISP প্রোভাইডার এর কাছে যাবে, তারপর আপনার Local ISP এর মূলসংযোগ আছে সেখানে যাবে, এর পর মুলসংযোগের সার্ভার থেকে সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে উক্ত হোস্টিং যদি USA এর সার্ভার হয় তাহলে ওই সার্ভারে আপনার প্রোডাক্ট এর Request পৌঁছাবে তার পর আপনার Request Accept করবে এবং একই পদ্ধতিতে আপনার কাছে রেজাল্ট আকারে ফিরে আসবে এর পর আপনি উক্ত প্রোডাক্ট দেখতে পাবেন।

বাংলাদেশ থেকে আপনার হোস্টিং সার্ভার এর দুরত্ব যত বেশি হবে অর্থাৎ বাংলাদেশ থেকে USA সার্ভার লোকেশন এর দূরুত্ব বেশি হওয়ার কারনের এর রেস্পন্স টাইম সমানুপাতিক ভাবে বেড়ে যাবে। আর যদি আপনার USA এর সার্ভার না হয়ে বাংলাদেশে হত তাহলে আপনার সার্চের রেসপন্স টাইম অনেক কম হতো এবং রাউটিং আরো দ্রুত হতো।

এইবার যদি, আপনার হোস্টিং সার্ভার USA এর না হয়ে বাংলাদেশের BDIX সার্ভার হতো তাহলে আপনার সার্চ করা প্রোডাক্টটি Wifi Router থেকে Fibre Optic Cable এর মাধ্যমে আপনার Local ISP Provider এর কাছে যাবে, আপনার Local ISP যদি BDIX এর সাথে Connected থাকে অর্থাৎ ওই ৩৫০০ (ISP) প্রোভাইডারের কেউ হয়ে থাকে তাহলে Request এখন Fibre Optic Cable এর মাধ্যমে BDIX সার্ভারে যাবে তারপর Request Accept এর মাধ্যমে আগের পদ্ধতিতে আপনার কাছে ফিরে আসবে এবং আপনার সার্চ করা প্রোডাক্টটি দেখতে পাবেন। এখানে BDIX সার্ভার হওয়ার কারণে আগের USA এর সার্ভারের তুলনায় ২০০ গুন দ্রুত্ব আপনি আপনার রিজাল্টটি দেখতে পাবেন। আশা করি, বুঝতে পেরেছেন BDIX হোস্টিং কি এবং কিভাবে কাজ করে।

Best BDIX Hosting Provider in Bangladesh

কেন BDIX হোস্টিং ব্যবহার করবো?

 

আপনার যদি বাংলাদেশ এর ভিজিটর বেইজড ওয়েবসাইট হয় তাহলে আপনার জন্য BDIX হোস্টিং সেরা হবে কারন ধীরগতির ইন্টারনেটেও BDIX হোস্টিং এর ওয়েবসাইট দ্রুতগতিতে ভিজিট করা যায়। BDIX হোস্টিং যেহেতু বাংলাদেশ এর ওয়েবসাইটের জন্যই সেহেতু আপনার ওয়েব সাইটের ভালো স্পিড এবং সাটের ভিজিটরদের জন্য BDIX হোস্টিং ই ভাল হবে। আর যদি আপনার সাইটের ভিজিটর বাংলাদেশ এর অপর নির্ভরশীল না হয় অর্থাৎ আপনার সাইটে যদি মাল্টিপল কান্ট্রি এর ভিজিটর এর সংখ্যা বেশি হয় তাহলে আপনার জন্য BDIX হোস্টিং না নিয়ে USA বা অন্য কোন লোকেশন এর হোস্টিং নিতে হবে।

 

BDIX হোস্টিং ও সাধারণ হোস্টিং এর মধ্যে পার্থক্য কি?

BDIX হোস্টিং ও সাধারণ হোস্টিং এর মধ্যে পার্থক্য কি?

BDIX হোস্টিং ও সাধারণ হোস্টিং এর মধ্যে পার্থক্য কি?

BDIX হোস্টিং ও অন্য সাধারণ হোস্টিং এর মধ্যে তেমন কোন পার্থক নেই বললেই চলে। BDIX হোস্টিং শুধু মাত্র বাংলাদেশের ভিজিটর এর উপর ভিত্তি করে যে ওয়েব সাইট তৈরি করা হয় এবং যার ভিজিটর বাংলাদেশের ই হবে সেই সব ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং ব্যবহার করতে হবে, কিন্তু আপনার সাইটের যদি মাল্টিপল কান্ট্রি এর ভিজিটর হয় তা হলে আপনাকে USA অথবা Singapore লোকেশন এর হোস্টিং নিতে হবে তাহলে আপনার সাইটের লোডিং স্পিড ভালো হবে। BDIX হোস্টিং বাংলাদেশের ভিজিটরদের জন্য আর অন্যান্য হোস্টিং সার্ভিসও আপনার সাইটের জন্য ব্যবহার করতে পারবেন এতে করে আপনার তেমন কোন সমস্যা হবে না। বাংলাদেশী ট্রাফিক টার্গেটেড যেকোন ধরনের ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং ব্যবহার করা যায় এবং এটি করা উত্তম। ইতোমধ্যে বেশীরভাগ বাংলাদেশী ই-কমার্স, ম্যাগাজিন, পত্রিকা, ব্লগ ইত্যাদি ওয়েবসাইট দ্রুত লোড করার জন্য BDIX হোস্টিং ব্যবহার করছে। BDIX হোস্টিং ব্যবহার করছেন বলে এমন না যে অন্য দেশ থেকে আপনার সাইট ভিজিট করা যাবে না বা আপনি BDIX হোস্টিং ব্যবহার করতে পারবেন না , আপনি আপনার যে কোন লোকেশন এর ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং ব্যবহার করতে পারবেন এবং যে কেউ যে কোন দেশ থেকেই আপনার সাইট ভিজিট করতে পারবে, শুধু সাইটের লোডিং টাইম বেশি হবে কিন্তু এক্ষেত্রে অনেক বেশি যে  স্লো  হবে এমন না বাংলাদেশের ভিজিটরদের জন্য যেমন সাইটের ভিজিট দ্রুত হবে তেমন টা না হয়ে একটু স্লো  হবে। যে পরিমান সাইট স্লো  হবে তা সাধারন ব্যবহারকারি বুঝতে পারবেনা।

 

BDIX Hosting এর সুবিধা?

 

BDIX Hosting এর সুবিধা?

BDIX Hosting এর সুবিধা?

১। BDIX বাংলাদেশের Internet Service Provider বা (ISP) নেটওয়ার্ক এর আওতায় থাকার কারনে উক্ত নেটওয়ার্ক ব্যবহারকারীরা ২০০ গুণ বেশি দ্রুতগতিতে সাইট ব্রাউজ করতে পারবে।

২। ইন্টারন্যাশনাল রাউটিং এর দরকার হয়না যার কারনে লেটেন্সি কম থাকে বিধায় খুব দ্রুত ট্রাফিক রাউটিং হয়।

৩। দেশী ভিজিটর টার্গেটেড ওয়েবসাইট হয়ে থাকলে তাদের জন্য বেস্ট বা সেরা ওয়েব হোস্টিং হবে BDIX হোস্টিং।

৪। প্রতিটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল অপারেটর গুলোও BDIX এর জন্য অতিরিক্ত Bandwidth Speed রাখে যার ফলে আপনি সাইটের স্পিড ধরে রেখে সর্বোচ্চ গ্রাহকের কাছে পৌছাতে পারবেন এতে সাইট স্লো হবে না।

৫। গ্লোবাল নেটওয়ার্ক স্পিড ১০০ MBPS থাকলে ও বিডিআইএক্স ১ GBPS পর্যন্ত থাকে। যেই জন্য খুব দ্রুত সাইটের কন্টেন্ট লোড হয় এবং মুহূর্তেই সাইট আপনার সামনে চলে আশে।

৬। গ্লোবাল ইন্টারনেট যদি কোন কারনে সমস্যা হয় বা সার্ভার ডাউন হয়ে যায় কিন্তু বিডিআইএক্স হোস্টিং এ রাখা আপনার সাইট এর কোন সামস্যা ছাড়ায় স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক স্পীডেই আপনার সাইট ভিজিট হবে।

৭। ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার জন্য কোন ধরনের সিডিএন ব্যবহার করার প্রয়োজন হয় না।

 

BDIX Hosting এর অসুবিধা?

 

BDIX Hosting এর অসুবিধা?

BDIX Hosting এর অসুবিধা?

সকল জিনিসেরই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। তেমনি BDIX হোস্টিং এর ও কিছু অসুবিধা আছে যা ব্যবহারকারীর সুবিধার জন্য আলোচনার করা হল,

১। আপনার ওয়েবসাইটের টার্গেটেড ভিজিটর যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে BDIX Hosting ব্যবহার করা উচিত নয়। কারণ আমাদের এখান থেকে USA এর ডাটা সেন্টার এর ওয়েবসাইটের লেটেন্সি যেমন বেশি হয়, ঠিক তেমনি USA থেকে যদি কেউ আমাদের BDIX হোস্টিং এর সাইট ভিজিট করে তাহলে তার ও লেটেন্সি বেশি হবে বা সাইট স্লো  লোড হবে।

২। বিডিআইক্স হোস্টিং এ সিডিএন ব্যবহার করলে সাইট স্লো  হয়ে যেতে পারে। বাংলাদেশের ভিজিটর দের টার্গেট করে সাইট করা হলে যদিও সিডিএন ব্যবহার করার প্রয়োজন হয়না।

৩। কিছু কিছু আইএসপি মাঝে মাঝে তাদের এফটিপিতে AdSense এর মাধ্যমে ইনকাম বাড়ানোর লক্ষে এক্সটারনাল বিডিআইএক্স নেটওয়ার্ক ব্লক করে দেয় যাতে তাদের ইনকাম বেশি হয়, বা অনেক সময় বিডিআইএক্স কনফিগ ভুল এর কারনে অনেক আইএসপি থেকে সাইট ভিজিটের সাময়িক সমস্যা হয়, যদিও এইটা সমাধান করে ফেলতে হয় তাদের। বেশিক্ষন এই সমস্যা করে রাখতে পারে না।

 

বেস্ট BDIX ওয়েব হোস্টিং প্রভাইডার

 

বেস্ট BDIX ওয়েব হোস্টিং প্রভাইডার

বেস্ট BDIX ওয়েব হোস্টিং প্রভাইডার

বাংলাদেশের টার্গেটেড ভিজিটর এর জন্য আপনার সাইটের BDIX হোস্টিং নিলেন অথচ আপনার সাইটের সেই অনুযায়ি স্পিড পাচ্ছেন না। এটার অন্যতম কারণ আপনি যে সার্ভিস প্রভাইডার এর কাছ থেকে BDIX হোস্টিং নিয়েছেন তারা ক্রাক লাইসেন্স, নাল থিম ইউজ করে এবং সার্ভার ওভার সেলিং করে সার্ভিস দিচ্ছে যার ফলে আপনি ভালো মানের সার্ভিস পাচ্ছেন না। তাহলে আপনার এই সমস্যার সমাধান করবেন কি ভাবে? এই সমস্যার অন্যতম সমাধান হচ্ছে আপনার সাইটের জন্য ভালো বা সেরা BDIX হোস্টিং সার্ভিস প্রভাইডার খুঁজে বের করতে হবে। যেহেতু BDIX হোস্টিং বাংলাদেশ বেইজড হোস্টিং সার্ভিস তাই BDIX হোস্টিং শুধু মাত্র বাংলাদেশী হোস্টিং প্রভাইডাররাই দিয়ে থাকে, আপনাকে বাংলাদেশ এরই যে কোন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিতে হবে, বর্তমানে বাংলাদেশের অসংখ্যা হোস্টিং প্রভাইডার BDIX Hosting ভালো সার্ভিস দিচ্ছে, যার মধ্যে Cyber Developer BD অন্যতম। এখান থেকে আপনি আপনার সাইটের কোয়ালিফিকেশন অনুযায়ি যে কোন BDIX হোস্টিং এর প্যাকেজ নিতে পারবেন। Cyberdeveloperbd দীর্ঘ ১২ বছর যাবত হোস্টিং সার্ভিস দিয়ে আসছে, এখানে আপনি সেরা BDIX হোস্টিং এর সাথে পাবেন ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি, মানিব্যাক গ্যারান্টি, ২৪/৭ লাইভ কাস্টোমার সাপোর্ট ও, ফোন কলের মাধ্যমে সাপোর্ট।

সর্বস্বত্ত্ব সংরক্ষনেঃ সাইবার ডেভলোপার বিডি ২০১২-২০২৪