ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কি রকম হোস্টিং নিবেন? - Web Hosting, Web Design, Domain Registration & VPS in Bangladesh

ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কি রকম হোস্টিং নিবেন?

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস বর্তমানের সবচেয়ে জনপ্রিয় CMS (Content Management System).ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারি ২০১২ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল । ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে প্রায় সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। যার কারনে ওয়ার্ডপ্রেস দিনকে দিন অধিক জনপ্রিয় হয়ে উঠছে। ওয়ার্ডপ্রেস এর সাহায্যে ব্লগ সাইট থেকে শূরু করে ই-কমার্স সাইট বানানো বা তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স সফটওয়্যার হওয়ার ফলে যেকেউ ওয়ার্ডপ্রেস বিনামূল্যে ব্যবহার ও মোডিফাই করতে পারে। বর্তমানে বিশ্বের সকল ওয়েবসাইটের প্রায় ৪০ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী!

ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার তৈরিকৃত সাটের জন্য সঠিক হোস্টিং সার্ভিস নিতে হবে, কারণ ভালোমানের হোস্টিং ছাড়া আপনার সাইটের লোডিং স্পিড অনেক স্লো হবে,তাই আপনার সাইটের ওপর ভিত্তি করে কি রকম রিসোর্স দরকার হবে সেই অনুযায়ি হোস্টিং নিতে হবে।

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য হোস্টিং প্রভাইডাররা বিভিন্ন রকমের হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। যার মধ্যে আপনাকে সঠিক হোস্টিং সার্ভিস এবং ভালো হোস্টিং প্রভাইডার যাচায় বাছায় করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোন ক্যাটাগরির ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেস শুধুমাত্র বিজনেস ওয়েবসাইট কিংবা ব্লগ তৈরীতেই নয়, বরং ই-কমার্স সাইট তৈরীরও অন্যতম জনপ্রিয় মাধ্যম। বিশ্বের অনেক বড় বড় ই- কমার্স প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক জায়েন্ট কোম্পানি তাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে ব্যবহার করছে।

এই ক্ষেত্রে ওয়েবসাইটের ভিন্নতার উপর নিরর্ভর করে হোস্টিং এর প্রয়োজন হয়। ওয়েবসাইট যদি বড় হয় তাহলে তার সেই অনুপাতে হোস্টিং সার্ভিস নিতে হবে,যাতে করে ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক থাকে এবং ভিজিটর সহজেই ওয়েবসাইট ভিজিট করে তার তথ্য বা সেবা নিতে পারে।

 

ওয়ার্ডপ্রেস সাইটের সুবিধা কি কি?

ওয়ার্ডপ্রেস সাইটের সুবিধা কি কি

ওয়ার্ডপ্রেস সাইটের সুবিধা কি কি

 

ওয়ার্ডপ্রেস এর সাহায্যে বানানো সাইটের অনেক সুবিধা আছে। যার কারণে বর্তমানে ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওয়ের্ডপ্রেস। আর এর পেছনে আছে অনেক কারণ, যার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার কারির সংখ্যা দিন দিন বেড়েয় চলেছে। ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তার আর একটি কারণ হচ্ছে এর ম্যানেজমেন্ট সিস্টেম যা যে কেউ খুব সহজেই তাদের তৈরি সাইটি নিজের মত করে চালাতে পারে। এতে নতুন দের জন্য অনেকটা সহজ হয় যা অন্য কোন CMS এ পাওয়া যায়না।

ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ক্যাটাগরির ওয়েব সাইট তৈরি করা যায় এবং সবাই এটা ব্যবহারে সাচ্ছন্দ বোধ করে,ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায় এমন কিছু সাইট হচ্ছে,

  • ই-কমার্স স্টোর
  • বিজনেস ওয়েবসাইট
  • সোশ্যাল নেটওয়াকিং সাইট
  • পোর্টফোলিও সাইট
  • ব্লগ সাইট
  • ফোরাম সাইট
  • রেজ্যুমে সাইট
  • মেম্বারশিপ সাইট।

 

এছাড়াও আর একাধিক ক্যাটাগরির সাইট ও ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যাবে। মোটামটি ভাবে বলা যায় যে ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোন ধরনের ওয়েবসাইট ই বানানো সম্ভব।

ফাস্ট ওয়েবসাইট লোডিং একটি সাইটের সার্চ ইঞ্জিনের র‍্যাংকিং এর জন্য অনেক গুরুত্ব পূর্ণ বিষয়। কারন আপনার সাইটের যদি ভাল লোডিং টাইম না হয়,তাহলে তা আপনার সাইটের র‍্যাংক এর ক্ষেত্রে অনেক ইফেক্টিভ হবে এবং লোডিং টাইম স্লো হওয়ায় আপনার সাইটের র‍্যাংক ধিরে ধিরে কমে যাবে ।যার কারনে আপনি আপনার ভিজিটর হারাবেন। কিন্তু আপনার সাইট যদি ওয়ের্ডপ্রেস দিয়ে করা হয় এবং আপনি যদি সঠিক হোস্টিং ব্যবহার করে থাকেন তাহলে আপনার সাইটের লোডিং টাইম হবে অনেক ফাস্ট যার কারনে আপনার সাইট র‍্যাংকে থাকতে সাহায্য করবে।

যেকোন সাইটের জন্য সঠিক সিকিউরিটি নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ কারণ সাইটের যদি সিকিউরিটি সিস্টেম ভাল না হয় তাহলে সাইট যে কোন সময় হ্যাকিং এর শিকার হতে পারে এবং আপনি আপনার সাইট হারাতে পারেন। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরিকৃত সাইট অনেক সিকিউর থাকে যা হ্যাক করা অনেকটা কঠিন বলা চলে। যার কারণে ওয়ের্ডপ্রেস সিকিউরিটির জন্য অনেক জনপ্রিয়।

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে স্বাধীনভাবে কাজ করা যায় এবং কোনো প্রকার PHP এবং HTML জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়, ওয়ার্ডপ্রেস এ অনেক ফ্রী থীম এবং প্লাগিনস ব্যবহার করা যায় যা একটি সাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

 

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কেমন হোস্টিং নিবেন?

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কেমন হোস্টিং নিবেন

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কেমন হোস্টিং নিবেন

 

হোস্টিং একটা সাইটের মূল উপাদান বলা যায়, কারন হোস্টিং ছাড়া একটি ওয়েবসাইট রান করা সম্ভব নয়, যার কারণে আপনার সাইটের জন্য সঠিক হোস্টিং সার্ভিস নির্ণয় করে ব্যবহার করতে হবে, তাছাড়া আপনার সাইটের অনেক রকমের সমস্যা হতে পারে। যা আপনার সাইটের ভিজিটর এবং আপনার সাইটের গুগল র‍্যাংক এর প্রভাব ফেলতে পারে। আর এই পুরা বিষয়টা সঠিক ভাবে পরিচালনা করার জন্য আপনার সাইটের জন্য কি রকম হোস্টিং প্রয়োজন তা নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ি একটি রেপুটেড কোম্পানি থেকে হোস্টিং সার্ভিস নিতে হবে। এখানেই অনেকে ভুল করে থাকে, তাদের ওয়েবসাইটের জন্য ভাল হোস্টিং প্রভাইডার না খুজে সস্তা হোস্টিং সার্ভিস তাদের সাইটের জন্য ব্যবহার করে থাকে যা রীতিমতো পরবর্তীতে তাদের ওয়েব সাইটে ব্যাড ইম্প্যাক্ট ফেলে।

তাহলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ভাল হোস্টিং এবং ভাল হোস্টিং সার্ভিস প্রভাইডার কিনা তা কিভাবে যাচায় করবেন সার্ভিস নিবেন।

প্রথমত আপনাকে জানতে হবে আপনার সাইটটি কি রকমের এবং এর জন্য কি রকম রিসোর্সের দরকার, এবং রিসোর্সের এর উপর ভিত্তি করে আপনাকে আপনার সাইটের জন্য হোস্টিং প্লান বা প্যাকেজ সিলেক্ট করতে হবে, এবং খেয়াল রাখতে হবে পরবর্তীতে আপনার প্রয়োজনে হোস্টিং আপগ্রেড এর দরকার হলে যেন তা খুব দ্রূততার সাথে প্যাকেজ আপডেট করা যায়।

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কয়েকটি হোস্টিং সার্ভিস ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে আপনার সাইটের উপর নির্ভর করে হোস্টিং চুজ করতে হবে, আপনার যদি ই-কমার্স সাইট হয়ে থাকে তাহলে আপনার সাইটের জন্য ভাল মানের হোস্টিং সার্ভিস নিতে হবে, আবার যদি আপনার ব্লগ সাইট হয় তাহলে আপনার সাইটের ভিজিটর এবং ভিজিটর এর লোকেশন এর উপর নির্ভর করে হোস্টিং নিতে হবে। হোস্টিং এর আবার কয়েটা ক্যাটাগরি আছে, শেয়ার্ড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ভিপিএস হোস্টিং, ক্লাউড হোস্টিং, বিডিআইএক্স হোস্টিং।

 

ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর হোস্টিংঃ

 

এখানে আপনার ওয়েবসাইটের উপর ভিত্তি করে হোস্টিং নিতে হবে। আপনার যদি ই-কমার্স স্টোর হয় তাহলে আপনার সাইটের জন্য ভাল হবে ডেডিকেটেড হোস্টিং, ভিপিএস হোস্টিং, অথবা ক্লাউড হোস্টিং এর যে কোন একটি। অনেকে বাজেট কম থাকার কারনে শেয়ার্ড হোস্টিং ও ব্যবহার করে থাকে কিন্তু শেয়ার্ড হোস্টিং এ একটি সার্ভার অনেক গুলো ইউজারের সাথে শেয়ার করে ব্যবহার করা হয়ে থাকে যার কারনে এখানে সিকিউরিটি ইস্যুর জন্য ব্যবহার না করায় ভাল। আর আপনার সাইটের ভিজিটর এর উপর নির্ভর করে হোস্টিং প্যাকেজ বাছায় করে নিতে পারেন, এক্ষেত্রে আপনি আপনার সাইটের স্টারটিং এর সময় ওয়ার্ডপ্রেস সাইটের জন্য CyberDeveloperBD এর ওয়ার্ডপ্রেস টার্বো বুস্টার হোস্টিং প্যাকেজ দিয়ে শুরু করতে পারেন। এছাড়া ও আপনার যদি বাজেট নিয়ে কোন প্রব্লেম না থাকে তাহলে ডেডিকেটেড হোস্টিং অথবা ভিপিএস হোস্টিং দিয়ে ও আপনার সাইট হোস্ট করতে পারেন তাহলে আপনার সাইট লোডিং স্পিড ভাল পাবেন এবং আপনার সাইট ১০০% সিকিউর থাকবে।

 

Top 5 Free WordPress Theme For Beginners

 

ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট হোস্টিংঃ

 

আপনার যদি বিজনেস রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনার জন্য শেয়ার্ড হোস্টিং অথবা ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করতে পারবেন। শেয়ার্ড হোস্টিং ব্যবহার এর ক্ষেত্রে আপনার হোস্টিং এর কস্টিং কম হবে কিন্তু বাজেট বেশি থাকলে ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করতে পারবেন। শেয়ার্ড হোস্টিং নিলে আপনি সাইবার ডেভলোপার বিডি এর ওয়ার্ডপ্রেস এর জন্য শেয়ার্ড হোস্টিং এর বিজনেস প্লানটি নিতে পারবেন।

 

ওয়ার্ডপ্রেস সোশ্যাল নেটওয়াকিং সাইট হোস্টিংঃ

 

আপনার সোশ্যাল নেটওয়াকিং সাইটের জন্য সাইটের লোড কেমন হবে এর ভিত্তিতে হোস্টিং নিতে পারবেন। সাইটের যদি ভিজিটর এর সংখ্যা বেশি হয় তাহলে আপনার সাইটের জন্য ভিপিএস অথবা ক্লাউড হোস্টিং নিতে পারেন এতে করে আপনার সাইটের যদি ইন্টান্যাশনাল ভিজিটর হয় তাহলে আপনার ভিজিটর সাইট লোডিং টাইম অনেক ভাল পাবে এবং সাইটের ভিজিটর সহজেয় সাইট ভিজিট করতে পারবে যে কোন প্রান্ত থেকে। ভিপিএস হোস্টিং এর জন্য আপনি সাইবার ডেভলোপার বিডি এর সেরা ভিপিএস হোস্টিং প্লান গুলো থেকে আপনার সাইটের প্রয়োজন অনুযায়ি যে কোন প্লান নিতে পারবেন।

 

ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও সাইট হোস্টিংঃ

 

আপনার পোর্টফোলিও সাইট যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে সাইটের জন্য বড় ধরনের কোন হোস্টিং প্যাকেজ এর প্রয়োজন হবে না কারন পোর্টফোলিও সাইট এর ভিজিটর তুলনা মূলক ভাবে অনেক কম হয় এবং সাইটের জন্য লোডও কম থাকে যার কারণে এই ধরনের সাইটের জন্য সাইবার ডেভলোপার বিডি এর শেয়ার্ড হোস্টিং স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে শুরু করতে পারেন। যদি পবর্তিতে আপনার হোস্টিং প্যাকেজ আপগ্রেড করার প্রয়োজন হয় তাহলে খুব সহজেই প্যাকেজ আপগ্রেড করে আপনার সাইটের রিসোর্স অনুযায়ি প্যাকেজ নিতে পারবেন।

 

ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট হোস্টিংঃ

 

ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার তৈরিকৃত ব্লগ সাইটের জন্য কয়েক ধরনের হোস্টিং ব্যবহার করা যেতে পারে। এটা নির্ভর করবে আপনার ব্লগ সাইটের ভিজিটর এর উপর নির্ভর করে। কারন আপনার সাইটের যদি ভিজিটর বাংলাদেশ কেন্দ্রিক হয় তাহলে আপনার জন্য BDIX হোস্টিং বেটার অপশন হবে। এতে করে আপনার ব্লগ সাইটের লোডিং স্পিড অন্য কোন হোস্টিং এর তুলনায় ২০০-৩০০ গুন বেশি হবে যার করণে আপনার সাইটের ভিজিটর সহজেই দ্রুততার সাথে সাইট ভিজিট করতে পারবে। আর সাইটের স্পিড গুগল র‍্যাংকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যদি আপনার সাইটের ভিজিটর ইন্টারন্যাশনাল হয়ে থাকে তাহলে আপনার জন্য ভিপিএস বা ইউএস এর লোকেশন এর হোস্টিং ভাল হবে। এক্ষেত্রে আপনি আপনার ব্লগ সাইটের জন্য CyberDeveloperBD এর প্রোফেশনাল বিডিআইএক্স হোস্টিং ব্যবহার করতে পারবেন এবং যদি ভিজিটর ইন্টারন্যাশনাল হয় তাহলে সাইবার ডেভলোপার বিডি এর সিপ্যানেল প্রোফেশনাল হোস্টিং ব্যবহার করতে পারবেন।

 

শেষ কথাঃ

আমাদের আজকের ব্লগ পোস্টের সাহায্যে আমরা জানতে পারলাম যে ওয়ার্ডপ্রেস কি, কেন এত জনপ্রিয়, ওয়ার্ডপ্রেস এর সুবিধা, এবং ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কি রকম হোস্টিং প্রয়োজন এবং কোন কোন সাইটের জন্য কি রকম হোস্টিং সার্ভিস নিতে হবে। ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনার আর কোন সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। সাইবার ডেভলোপার বিডি এর সকল হোস্টিং প্যাকেজ গুলো দেখতে এখানে ভিজিট করতে পারেন, বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং ইন বাংলাদেশ

সর্বস্বত্ত্ব সংরক্ষনেঃ সাইবার ডেভলোপার বিডি ২০১২-২০২৪